Tag: জানলা খুলে যৌনতার শীৎকারে অতিষ্ঠ শতাধিক প্রতিবেশী

spot_imgspot_img

জানলা খুলে যৌনতা, শীৎকারে অতিষ্ঠ শতাধিক প্রতিবেশী

সঙ্গমের সময় কামোত্তেজিত নারী বা পুরুষের মুখনিঃসৃত আনন্দসূচক ধ্বনি হলো শীৎকার। সেই শীৎকার যদি বাইরের লোকের কানে যায় তা যে নেহাতই অস্বাভাবিক একটি বিষয় তা নির্বোধও বুঝবে। কিন্তু সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে এমন এক দম্পতির সন্ধান মিলেছে যাদের লাজ-লজ্জার বালাই নেই বললেই চলে। দিব্যি ঘরের জানালা খুলে যৌনকর্ম করছেন তারা। তাদের শীৎকারে রীতিমতো অতিষ্ঠ প্রতিবেশীরা। এমনকি পথচারীরা পর্যন্ত সেই শীৎকার শুনে হতভম্ব।