Tag: আর্থার ও উরসো যেভাবে ৯ স্ত্রী সামলান

spot_imgspot_img
00:03:28

যেভাবে ৯ স্ত্রী সামলান তিনি (ভিডিও)

ব্রাজিলের সাও পাওলোর যুবক আর্থার ও উরসো। বয়স ত্রিশের কোঠায়। এই বয়সেই একজন কিংবা দুজন নয় নয়জন গার্লফ্রেন্ডকে বিয়ে করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়ে গেছেন আর্থার। ব্রাজিলে বহুবিবাহ অবৈধ হওয়ার পরও ২০২১ সালে আর্থার একসঙ্গে ৯ জনকে বিয়ে করে রীতিমতো হইচই ফেলে দেন। আর্থার উরসো বিশ্বাস করেন, প্রেম বেঁধে রাখার কোনো বিষয় নয়। প্রেম হলো বিলিয়ে দেওয়ার বিষয়। এমন চিন্তা-ভাবনা থেকেই বহুপ্রেমে বিশ্বাসী আর্থার একসঙ্গে ৯ প্রেমিকাকে বিয়ে করেন।