এ এস পি’র বিরুদ্ধে থিয়েটার ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ
তৃতীয় মাত্রাঃ
আফরোজা ইয়াসমিন, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের অঙ্গ সংগঠন বকুল স্মৃতি থিয়েটারের ঘর জোর করে এক সাবেক এএসপি ভেঙ্গে দিয়েছেন বলে অভিযোগ করেছে এলাকার সাংস্কৃতিক কর্মীরা। বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মাহবুব হোসেন ও কার্য নির্বাহী সদস্য মশগুল হোসেন ইতি জানান, গত ১৮বছর থেকে তারা বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারের ব্রীজ সংলগ্ন খাস পতিত জমিতে টিনসেড ঘর করে বকুল স্মৃতি থিয়েটারের ব্যানারে এলাকায় সুস্থ্যধারার বাঙ্গালী সংস্কৃতি চর্চা করে আসছেন। হঠাৎ মঙ্গলবার সকালে উপজেলার মাড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত এ এস পি মোঃ আকবর হোসেন লোকজন নিয়ে এসে তাদের ঘরটি ভেঙ্গে দিয়েছে। এ সময় বাধা দিতে গেলে ভাংচুরকারীরা প্রতিষ্ঠানের সভাপতি মাহবুব হোসেনকে লাঞ্চিত করে ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ ব্যাপারে জানতে চাইলে অবসরপ্রাপ্ত এ এস পি মোঃ আকবর হোসেন বলেন, জমিটি তার পিতা মৃত আব্দুল মান্নানের কেনা সম্পতি। জমিটি সরকার অধিগ্রহন করেছে এমনটা স্বীকার না করলেও গত তিন বছর থেকে সরকার খাজনা নিচ্ছে না বলে তিনি জানিয়েছেন। এলাকার সংস্কৃতি কর্মীরা দ্রুত এই হামলা ও ভাংচুরের বিচার দাবী করেছেন। সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।