Logo
শুক্রবার, ০৩ ডিসেম্বর, ২০২১ | ১৮ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু

প্রকাশের সময়: ৬:২৯ অপরাহ্ণ - বৃহস্পতিবার | নভেম্বর ২৫, ২০২১

তৃতীয় মাত্রা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৯৭০ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।]

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ছয়জন পুরুষ ও তিন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে। তাদের এদের মধ্যে ঢাকা বিভাগের ছয়জন, চট্টগ্রাম বিভাগের একজন, খুলনা বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন।

Read previous post:
রাণীশংকৈলে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ

তৃতীয় মাত্রা হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ ৮৮)এর ত্রি-বার্ষিক নবগঠিত...

Close

উপরে