দিনাজপুরের নবাবগঞ্জে ঐতিহ্যবাহী হা ডু ডু খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত
হাসিম উদ্দিন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে হয়ে গেল গ্রামবাংলার জনপ্রিয় ঐতিবাহী হা-ডু-ডু খেলার চুড়ান্ত পর্ব। সোমবার বিকালে উপজেলার কুড়াহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুড়াহার প্রধান স্পোটিং ক্লাবের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। হাজার হাজার ক্রীড়াপ্রেমী নারী-পুরুষ দর্শকে ভরে যায় খেলার মাঠ।তারা বিগত কয়েক বছর যাবত একই স্থানে এ খেলার আয়োজন করে আসছেন আয়োজকরা। চুড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহনকারী বয়রা ইয়ং স্টার ক্লাব ১০০-৮৫ পয়েন্টে নিখিরিয়া খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার হিসেবে গরু ও খাসি প্রদান করা হয়।