Logo
শুক্রবার, ০৩ ডিসেম্বর, ২০২১ | ১৮ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

মেসি জাদুতে পিএসজির জয়

প্রকাশের সময়: ১২:০৯ অপরাহ্ণ - রবিবার | নভেম্বর ২১, ২০২১

তৃতীয় মাত্রা

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর ফরাসি লিগ ওয়ানে গোল পাচ্ছিলেন না লিওনেল মেসি। অবশেষে খরা কাটলো তার।

আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রথম লিগ গোলে জয় পেল ফরাসি জায়ান্টরাও।

ঘরের মাঠে শনিবার নঁতের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে প্যারিসিয়ানরা।

ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। এই গোলের লিড ধরে রেখেই দ্বিতীয়ার্ধে খেলছিল তারা। ম্যাচের ৬৫তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। বাধ্য হয়েই আরেকজন গোলরক্ষক নামাতে গিয়ে নেইমারকেও বদলি করতে হয় কোচ পচেত্তিনোকে।

১০ জনের পিএসজির বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটেই সমতায় ফেরে নঁতে। কিন্তু পিএসজির যে একজন খেলোয়াড় কম আছে সেটা মাঠে বুঝতেই দেয়নি বাকিরা। ম্যাচের ৮২তম মিনিটে মেসির দুর্দান্ত শট আটকাতে গিয়ে নিজেদের জালে ঢুকিয়ে দেয় নঁতের ডেনিশ আপিয়াহ। ৮৭তম মিনিটে মেসি গোল করে পিএসজির বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান মজবুত করল পিএসজি।

Read previous post:
২২ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী

তৃতীয় মাত্রা বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্ব সমুদ্র উপকূলে মিয়ানমার নৌ-বাহিনীর হাতে আটক ৪টি মাছ ধরার ট্রলারসহ ২২ জন জেলে বর্ডার গার্ড...

Close

উপরে