Logo
রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ | ১লা কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

দেশে করোনায় ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু

প্রকাশের সময়: ৭:১৫ অপরাহ্ণ - বৃহস্পতিবার | অক্টোবর ১৪, ২০২১

তৃতীয় মাত্রা

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭৩৭ জন।

বৃহস্প্রতিবার বার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাসের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬৬ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জন।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৬৯৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন।

মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, খুলনা বিভাগে একজন মারা গেছেন।

Read previous post:
পর্যটকদের জন্য ফ্লাইট চালু করলো বালি

তৃতীয় মাত্রা বালিতে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। চীন, জাপান ও ফ্রান্সসহ নির্দিষ্ট কিছু দেশ...

Close

উপরে