Logo
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ | ১২ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ৩০ সেনা নিহত

প্রকাশের সময়: ৭:০১ অপরাহ্ণ - বুধবার | অক্টোবর ১৩, ২০২১

তৃতীয় মাত্রা

মিয়ানমারে সাগাইং অঞ্চলে জান্তাবিরোধী প্রতিরোধ যোদ্ধাদের গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যদের সঙ্গে সংঘর্ষে সামরিক বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন।

বুধবার ভারতীয় বার্তাসংস্থা এএনআই এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

গণমাধ্যমটির খবরে বলা হয়, মিয়ানমারের মান্দালাই শহরের দক্ষিণ-পশ্চিমে ইরাবতী নদীর তীরের সাগাইং অঞ্চলে বিদ্রোহীদের দমনে অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী। এরপরই পিডিএফ যোদ্ধাদের সঙ্গে জান্তা সরকারের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় শহরের বাইরে সামরিক বাহিনীর একটি কনভয় ল্যান্ডমাইনের কবলে পড়ে। এ সময় কমান্ডারসহ সরকারি বাহিনীর প্রায় ৩০ সেনা নিহত হন।

পিডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, সরকারি বাহিনীর একজন সিনিয়র কমান্ডারকে অভিযান চালাতে এ এলাকার দিকে আসার কথা বলতে শুনেছিলাম। এরপর থেকেই ওই কনভয়ের অপেক্ষায় ছিলাম আমরা।

প্রসঙ্গত, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে জান্তার হাতে অন্তত ১১৬৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া কারাগারে বন্দি ৭ হাজার ২০০-র বেশি মানুষ।

Read previous post:
হোসেনপুর উপজেলা প্রশাসন কর্তৃক আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উদযাপন

তৃতীয় মাত্রা মোঃ মানিক, কিশোরগঞ্জ প্রতিনিধি : হোসেনপুর উপজেলা প্রশাসন কর্তৃক আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস২০২১ এবং সিপিপির ৫০ বছর পূর্তি...

Close

উপরে