সোনারগাঁয়ে মাঠ দিবস পালিত
তৃতীয় মাত্রা
সোনারগাঁ,নারায়ণগঞ্জ : পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার ব্লকে বৃহস্পতিবার জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা প্রদর্শনীর( বাঁধাকপি) মাঠ দিবস অনুষ্ঠিত।
উপজেলা কৃষি অফিসার মনিরা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আহসানুল হক চৌধুরী।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোঃ ইসাহাক, জেলা প্রশিক্ষণ অফিসার গোলাম মোস্তফা, উপ- প্রকল্প পরিচালক সালাহ উদ্দিন।
মাঠ দিবস অনুষ্ঠানে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু নাসের সহ, সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ১০০জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কপি জাতীয় (বাধাকপি ও ফুলকপি) ফসলের জৈবিক বালাই ব্যবস্থাপনা ও নিরাপদ ফসল উৎপাদনের বিভিন্ন প্রযুক্তি নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে।