
তৃতীয় মাত্রা
গোয়ালন্দঃ মহামারি করোনার প্রভাবে চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পুরো বিশ্ব। ইতোমধ্যে চাকরি হারিয়েছেন কোটি কোটি মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করা লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিও সেই তালিকায় আছেন। তাদের পরিবার সহ আশপাশে দুস্থদের পাশ দাঁড়ানোর জন্য অনেক উদ্যোগ হাতে নিয়েছে “গোয়ালন্দ প্রবাসী ফোরাম”।
তারই ধারাবাহিকতায় ২১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার উজানচর ইউনিয়নে হাজী গফুর মন্ডল পাড়া গ্রামে অবস্থিত হামিদিয়া মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় শীতার্ত ছাত্রদের মাঝে শীতবস্ত্র হিসাবে (জ্যাকেট) বিতরণ করে ” গোয়ালন্দ প্রবাসী ফোরাম” নামের সংগঠনটি।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন,প্রবাসী ফোরামের অন্যতম সদস্য ও প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক এম রাশেদুল হক রায়হান, পর্তুগাল প্রবাসী ও তরুণ ছাত্র,তরুণ ব্যাবসায়ী পরিচালক, Wildsater Led কামাল হোসেন, ইকরাম মন্ডল ও মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. আব্দুল আহাদ প্রমূখ।
শীতবস্ত্র বিতরণের সমন্বায়ক সিঙ্গাপুর প্রবাসী ও “গোয়ালন্দ প্রবাসী ফোরামের” নিবেদীত প্রান জাহাঙ্গীর মোল্লা সিঙ্গাপুর থেকে মুঠোফোনে জানান, ‘আমরা প্রবাসীরা কিন্তু সামাজিকভাবে অবহেলিত। অন্যদিকে করোনার কারণে চাকরি হারিয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছে প্রবাসীরা। হঠাৎ চিন্তায় আসে, এই দুঃসময়ে দলমত-নির্বিশেষে আমাদের উপজেলার সকল প্রবাসীদের নিয়ে সমাজের দুস্থ, অসহায় মানুষের পাশে সব সময় সহযোগীতার হাত বাড়িয়ে দিবো। সেই সাথে অসংখ্য ধন্যবাদ ও কৃতঙ্গতা জানাচ্ছি সকল প্রবাসী ভাইদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ দিয়ে শীতার্তদের পাশে হাত বাড়িয়ে দিয়েছেন।