ঘন কুয়াশার কারনে ৮ ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
তৃতীয় মাত্রা
শেখ রনজু আহাম্মেদ, রাজবাড়ী প্রতিনিধি : ঘন কুয়াশার কারনে দেশের গুরুত্বপূর্ন নৌরুট দৌলতদিয়া পাটুরিয়ায় টানা ৮ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ফেরি চলাচল শুরু হলেও এখনও ঘাটের দুই পারে আটকে আছে শত শত যানবাহন।
এর আগে ঘনকুয়াশায় নৌযান চলাচল ঝুকিপূর্ন হয়ে পরলে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, শনিবার সন্ধ্যার পর থেকে একটু একটু করে কুয়াশা পরতে থাকে। রাত দেড়টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গিয়ে মার্কিনবাতি অস্পস্ট হয়ে পরলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে রবিবার সকাল সাড়ে ৯ টার সময় কুৃয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে দীর্ঘ্য ৮ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার নদীর দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় আটকে পরে অন্তত ৫ শত ছোট বড় যানবাহন। এতে ভোগান্তিতে পরেছে বৃদ্ধ ও শিশুরা।