নাটোরে তিনটি পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী
তৃতীয় মাত্রা
আফরোজা ইয়াসমিন, নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাংগা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মনিরুজ্জামান মনির বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›ধী আব্বাস আলী নান্নু পেয়েছেন ১৮০৯ ভোট। অপরদিকে গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী রুখসানা মোর্তজা লিলি ৬৫৭৮ ভোট পেয়ে র্নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমল পেয়েছেন ৫১৩৫ ভোট এবং গুরুদাসপুর পৌরসভায় আওয়ামীলীগ প্রার্থী শাহনেওয়াজ আলী মোল্লা ৭৫৯৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ৪৪৬৫ ভোট।