হরিরামপুরে বেদে ও শান্দার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শীতবস্ত্র (কম্বল) বিতরণ
তৃতীয় মাত্রা
জ.ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের বেদে ও শান্দার সম্প্রদায়ের ১৩০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
১৩ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বেদে ও শান্দার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র (কম্বল) তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এ শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে তিনি বলেন, “এই শীতবস্ত্রগুলো (কম্বল) মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য চিন্তা করেন। তাই আপনাদের প্রতি ভালোবাসা থেকেই তিনি উপহারস্বরূপ এগুলো আপনাদের জম্য পাঠিয়েছেন”।
শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মামুন চৌধুরী প্রমুখ।