গাইবান্ধার চরাঞ্চলে মিষ্টি কুমড়ার বা¤পার ফলন
তৃতীয় মাত্রা
এস,এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার চরাঞ্চলে মিষ্টি কুমড়ার বা¤পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে বিনামূল্যে বীজ ও কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেয়ায় চলতি মৌসুমে ফলন ভালো হয়েছে। জানা যায়, গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা উপজেলার ব্রহ্মপুত্র ও সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা ও ব্রক্ষ্মপুত্র নদের-অববাহিকায় বালু মাটিতে ৫শত হেক্টর জমিতে ব্লাক সুইটি, মিতালি, ব্লাক সিটি সেরা, ও সোহাগীসহ নানা জাতের মিষ্টি কুমড়ার বীজ বপন করেন কৃষকরা। আর এসব বীজ দিয়ে সহযোগিতা করেন ইউনাইটেড সিট স্টোর। কম খরচে অধিক লাভ হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে মিষ্টি কুমড়ার চাষ। ফলন ভালো হওয়ায় সুদিনের স্বপ্ন দেখছেন চরাঞ্চলের চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১ মাসের মধ্যে বাজারে মিষ্টি কুমড়া বিক্রি করতে পারবে কৃষকরা। গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কৃষক মো. রফিকুল ইসলাম মিয়া বলেন এক বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষে সব মিলে খরচ হয় ৯ থেকে ১০ হাজার টাকা। ভালো ফলন হলে এক বিঘা জমির উৎপাদিত মিষ্টি কুমড়া বিক্রি হবে ২৫-৩০ হাজার টাকা। কুমড়ার বীজ জমিতে বপনের ৮৫ থেকে ৯০ দিনের মধ্যেই কুমড়া বিক্রি করা সম্ভব বলে জানান তিনি। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান বলেন চলতি মৌসুমে জেলায় ৫শত হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছে। কৃষকদের মাঝে হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজ বিতরণ করা হয়েছে। মাঠ পর্যায়েও কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেয়া হচ্ছে।