Logo
রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ | ১লা কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে “স্ট্রিমলাইনিং ইনভেস্টমেন্ট এ্যাসেসমেন্ট প্রসেস’ শীর্ষক প্রশিক্ষণ

প্রকাশের সময়: ৪:৪০ অপরাহ্ণ - মঙ্গলবার | সেপ্টেম্বর ৭, ২০২১

তৃতীয় মাত্রা

স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি “স্ট্রিমলাইনিং ইনভেস্টমেন্ট এ্যাসেসমেন্ট প্রসেস’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ রিস্ক অফিসার ও ক্যামেলকো মোঃ তৌহিদুল আলম খান, “ইনভেস্টমেন্ট রিস্ক এ্যাসেসমেন্ট এ্যান্ড ডিসিশন মেকিং প্রসেস”, “কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট” এবং “টিমওয়ার্ক এ্যান্ড লিডারশিপ” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী হিসেবে ব্যাংকের ৪০ জন শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেন। কর্মশালার সার্বিক তত্বাবধানে ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ মোহাম্মদ আমজাদ হোসেন ফকির।

Read previous post:
করোনা ছড়ানোয় ভিয়েতনামে এক ব্যক্তির ৫ বছরের জেল

তৃতীয় মাত্রা কোয়ারিন্টিনের (নিঃসঙ্গযাপন) নিয়ম ভেঙে করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার দায়ে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ভিয়েতনামের আদালত। লি...

Close

উপরে