Logo
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ | ১লা আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

হোয়াইট হাউসের কাছে রেস্তোরাঁর বাইরে গুলি

প্রকাশের সময়: ৩:১১ অপরাহ্ণ - শুক্রবার | জুলাই ২৩, ২০২১

তৃতীয় মাত্রা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের দেড় কিলোমিটারের মধ্যে একটি রেস্তোরাঁর বাইরে এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সেখানে অন্তত ২০টি গুলি চলে। এতে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি চালানোর পর আতঙ্কিত হয়ে রেস্তোরাঁর বাইরে টেবিলে বসা লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিকওদিক দৌড়াতে শুরু করেন। ওয়াশিংটন ডিসির লোগান সার্কেল এলাকায় মেক্সিকান ওই রেস্তোরাঁয় গুলি চালানোর পর পরই গাড়িতে করে বন্দুকধারী পালিয়ে যায়। পুলিশ বলছে, গুলিবিদ্ধ হয়ে আহতদের কারও অবস্থাই গুরুতর নয়। বন্দুকধারীকে ধরতে অভিযান চলছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে সহিংস ঘটনা কমে এলেও ওয়াশিংটন ডিসি এবং দেশটির অন্য শহরগুলোয় বন্দুক হামলার সংখ্যা বেড়েছে। ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষের হিসাবে, যুক্তরাষ্ট্রের এ রাজধানী শহরে ২০১৮ সালের পর থেকে বন্দুক নিয়ে হামলার ঘটনা ক্রমাগত হারে বাড়ছে।

চলতি বছর এখন পর্যন্ত এ ধরনের ৪৭১টি ঘটনার খবর পাওয়া গেছে; গত বছর একই সময় পর্যন্ত এ সংখ্যা ছিল ৪৩৪। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডিসির দক্ষিণপূর্ব ও উত্তরপূর্বের দরিদ্র এলাকাগুলোতেই বেশি বন্দুক হামলার ঘটনা ঘটছে।

Read previous post:
পদ্মা সেতুর পিলারে ধাক্কা, ফেরির মাস্টার বরখাস্ত

তৃতীয় মাত্রা পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়া ফেরি ‘শাহজালাল’-এর ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার...

Close

উপরে