Logo
রবিবার, ২৫ জুলাই, ২০২১ | ১০ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, ২৪ জনের মৃত্যু

প্রকাশের সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ - বৃহস্পতিবার | জুলাই ২২, ২০২১

তৃতীয় মাত্রা

ইন্দোনেশিয়ায় ঝড়ের কবলে পড়েছে ১৮টি জাহাজ। এ ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও ৩১ জন। দেশটির ওয়েস্ট কালিমান্তান প্রদেশের উপকূলে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামবাস জেলায় উপকূলের কাছে দুটি টাগবোট ও মাছ ধরার জাহাজ অবস্থান করছিল। আবহাওয়া পূর্বাভাসের কারণে আরও কয়েকটি নৌযান নিরাপদ আশ্রয়ের জন্য ওই এলাকার দিকে যাওয়ার পথে ছিল। এ সময় নৌযানগুলো শক্তিশালী ঝড়ের কবলে পড়ে।

প্রাদেশিক উদ্ধার দপ্তরের প্রধান ইয়োপি হারায়াদি বলেন, ‘২৪ জনের মৃত্যু হয়েছে, আমারা এখনও ৩১ জনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তিনি জানান, দুদিন আগে ওই এলাকায় ঝড় আঘাত হানে। নৌযানগুলো থেকে ৮৩ জনকে নিরাপদে উদ্ধার করা গেছে।

আরও তিন দিন উদ্ধার অভিযান  চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাদেশিক উদ্ধার দপ্তরের হেড অব অপারেশন এরিক সুবারিইয়ান্তো।

Read previous post:
থাইল্যান্ডে ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত

তৃতীয় মাত্রা মহামারি করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে থাইল্যান্ডে। বুধবার (২১ জুলাই) সেখানে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। গেল ২৪ ঘণ্টায় আশিয়ানভুক্ত দেশটিতে ১৩...

Close

উপরে