Logo
রবিবার, ২৫ জুলাই, ২০২১ | ১০ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

প্রকাশের সময়: ৩:০৭ অপরাহ্ণ - মঙ্গলবার | জুলাই ২০, ২০২১

তৃতীয় মাত্রা

২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

তিনি জানান, আগামী ১৬, ১৭ ও ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে এই সময়ে ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষা স্থগিত করতে সোমবার (১৯ জুলাই) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। মঙ্গলবার (২০ জুলাই) সেটার অনুমোদন দেয়া হয়েছে।

পরীক্ষার পরবর্তী তারিখের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘পবিত্র ঈদুল আজহার পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।’

Read previous post:
ঈদ- উল-আযহা’র শুভেচ্ছা জানালেন জাহিদ হাসান জিন্নাহ্

তৃতীয় মাত্রা আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সনমান্দী ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষকে পবিএ ঈদুল আযহার শুভেচ্ছা...

Close

উপরে