Logo
রবিবার, ২৫ জুলাই, ২০২১ | ১০ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

ঈদুল আজহা উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

প্রকাশের সময়: ১২:০১ অপরাহ্ণ - মঙ্গলবার | জুলাই ২০, ২০২১

ফাইল ছবি

তৃতীয় মাত্রা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

আজ মঙ্গলবার (২০ জুলাই) এক শুভেচ্ছা বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়ে  হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অকুণ্ঠ আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়।

রওশন এরশাদ আরো বলেন, ব্যক্তি ও সমাজ জীবনে কোরবানির শিক্ষা সঠিকভাবে কাজে লাগাতে পারলে  জাতীয় উন্নয়ন ত্বারন্বিত হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, এবার পবিত্র ঈদুল আজহা একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। মহান ত্যাগের মহিমায় সবাইকে মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে নির্দেশনাগুলো মেনে নিজে সুস্থ থাকতে এবং সবাইকে সুস্থ রাখতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান তিনি।

Read previous post:
ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ৩৭৪ জনের মৃত্যু

তৃতীয় মাত্রা ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমেছে। প্রায় চার মাস পর ভারতের দৈনিক করোনা সংক্রমণ ৩০ হাজারের ঘরে...

Close

উপরে