তৃতীয় মাত্রা
মইনুল হক মৃধা, গোয়ালন্দঃ ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাঃলিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা মুন্সি এর নৌকা মার্কার সমর্থনে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উজানচর ২নং ওয়ার্ডে, ঢাকা-খুলনা মহাসড়কে পাশে অবস্থিত মোস্তাফা মেটাল ইন্ডাঃ লিঃ এ এই কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) বিল্পব ঘোষ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, ক্রিরা বিষয়ক সম্পাদক অরুপ দত্ত হলি, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা আ’লীগের সদস্য নির্মল চক্রবর্তী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি, সরকার দলীয় মনোনিত নৌকা প্রার্থী ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ এর ব্যাবস্থাপনা পরিচালক মোস্তফা মুন্সি, গোলজার হোসেন মৃধা, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মন্ডল, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সালু, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, ছোট ভাকলার চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন, দেবগ্রামের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক হিরু মৃধা,উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারন সম্পাদক আবির হোসেন রিদয় সহ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, আও’লীগ, আওয়ামী যুবলীগে, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ,মহিলা আ’লীগ, উপজেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, শ্রমিক লীগ,সহ অন্যন্যা সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মী সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, নৌকা হলো আমাদের স্বাধীনতা ও আওয়ামী লীগের জাতীয় প্রতীক, এই প্রতীক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতীক। আর সেই নৌকার প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের মাঝে এসেছেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোস্তফা মুন্সি। আমরা আমাদের প্রিয় সংগঠন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবো।