ম্যারাডোনার মৃত্যুতে শাহরুখ-কারিনাদের শোক
তৃতীয় মাত্রা
পার্থিব সব বন্ধন কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। রেখে গেলেন এক মহাকাব্যিক ইতিহাস। যাবার বেলায় কাঁদিয়ে গেলেন কোটি কোটি ভক্ত-সমর্থককে।
ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডের রঙ্গিন দুনিয়াতেও। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা।
শাহরুখ খান টুইটারে লিখেছেন, ‘ডিয়েগো ম্যারাডোনাৃ আপনি ফুটবলকে আরও সুন্দর করে তুলেছেন। আপনাকে মনে পরবে। পৃথিবীতে যেভাবে আনন্দ দিয়েছেন, ওপারেও সেভাবেই আনন্দ ছড়াবেন।’
টুইটারে ম্যারাডোনাকে সর্বকালের সেরা বলেছেন অভিষেক বচ্চন। রণবীর সিংও এই কিংবদন্তীর আত্মার শান্তি কামনা করেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে কারিনা কাপুর লিখেছেন, ‘রেস্ট ইন পাওয়ার’।
ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের মুহূর্তের সাদাকালো ছবি পোস্ট করে অর্জুন কাপুর লিখেছেন, ‘শান্তিতে ঘুমান লিজেন্ড।’
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের স্টোরিতে ম্যারাডোনার ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন কুণাল খেমু এবং ভূমি পেদনেকরও।