Logo
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই চার বিভাগে

প্রকাশের সময়: ৯:৫১ অপরাহ্ণ - মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২০

তৃতীয় মাত্রা

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩২ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৫ ও নারী ৭ জন। তাদের মধ্যে ৩১ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং একজন বাড়িতে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৪৪৮ জনে।

দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে তিনজন এবং রংপুরে একজন মারা যান। অবশিষ্ট চার বিভাগে (খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ) গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্য হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ১৫ হাজার ২৬৫টি ও নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৮০ হাজার ১৪৯টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

উল্লেখ্য, দেশে গত ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

Read previous post:
কেমন ছিল ইতিহাসের প্রথম জুমা

তৃতীয় মাত্রা তৃতীয় মাত্রা ধর্ম ডেস্ক: হজরত ইবনে সাব্বাক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ (সা.) কোনো এক জুমার দিনে...

Close

উপরে