Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | ১১ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

যে কাজগুলো ক্যানসারের ঝুঁকি বাড়ায়

প্রকাশের সময়: ৯:৩৮ অপরাহ্ণ - শনিবার | নভেম্বর ২১, ২০২০

তৃতীয় মাত্রা

তৃতীয় মাত্রা স্বাস্থ্য ডেস্ক : আমেরিকান ক্যানসার সোসাইটির প্রতিবেদন অনুসারে, আপনার কর্মক্ষেত্রই আপনার ক্যানসারের কারণ হতে পারে। কিছু নির্দিষ্ট পেশায় কর্মরত ব্যক্তিরা, যেমন – ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের ক্ষেত্রে ত্বক এবং স্তন ক্যানসারের মতো স্বাস্থ্য সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নির্মাণ শ্রমিকঃ ক্যানসারের অন্যতম সাধারণ প্রকার প্রভাবিত করে নির্মাণ শ্রমিকদের, তা হল ত্বক ক্যানসার। দীর্ঘ সময় ধরে সূর্যের ক্ষতিকর আলোয় থাকার কারণে তাদের ত্বকের ক্ষতি হয় এবং এর ফলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। এছাড়া, মেসোথেলিয়োমা নামক এক ধরনের ফুসফুসের ক্যানসার হওয়ার ঝুঁকিও থাকে নির্মাণ শ্রমিকদের। রাবার নির্মাতাঃ রাসায়নিক, রাসায়নিক বাষ্প, ধূলা এবং অন্যান্য উপজাত পণ্যগুলোর সংস্পর্শে আসার কারণে রাবার নির্মাতাদের পাকস্থলী, ফুসফুস এবং মূত্রাশয়ের ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক প্রতিবেদন অনুসারে, এই শিল্পে কাজ করা ব্যক্তিদের লিউকেমিয়াস এবং লিম্ফোমাস হওয়ার ঝুঁকি আছে। কৃষকঃ একটি সমীক্ষা অনুসারে দেখা গেছে, কৃষিকাজে কর্মরত নারী ও পুরুষ উভয়েরই ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। কারণ, কীটনাশক, সার এবং অন্যান্য রাসায়নিক উপাদানগুলো কৃষিকাজে ব্যবহারের সময় তা শরীরে প্রবেশ করে এবং এই সকল রাসায়নিকের অত্যধিক এক্সপোজারের কারণে ফুসফুসের ক্যানসারের প্রকোপ যেমন-লিম্ফোমাস, লিউকেইমিয়াস এবং অন্যান্য বেশ কয়েকটি ক্যানসারের ঝুঁকি বাড়ে। চুল শিল্পঃ হেয়ারস্টাইলিস্ট ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের রিপোর্ট অনুসারে, চুলের শিল্পে কর্মরত ব্যক্তিরাও ক্যানসারে আক্রান্ত হন। কারণ, চুলে ব্যবহৃত রঙ এবং রঙে থাকা রাসায়নিকগুলোর দ্বারা বেশি পরিমাণে এক্সপোজড হন তারা। এই কেমিকেলগুলো অনায়াসেই শরীরে প্রবেশ করে। দীর্ঘদিন কাজ করার ফলে এটি মূত্রাশয় এবং ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে। খনিঃ বিভিন্ন খনিতে কর্মরত মানুষেরও ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। যেমন ডিজেল নিষ্কাশন ক্যানসারের প্রধান কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এছাড়াও, কয়লা খনি, ইটের খনি ইত্যাদি কাজের প্রক্রিয়া চলাকালীন ফুসফুসে জমা হওয়া ধূলিকণা ফুসফুসের টিস্যুগুলোকে কালো করে দেয় এবং ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। আমেরিকান ক্যানসার সোসাইটির মতে, কর্মক্ষেত্র-সম্পর্কিত ক্যানসারের হার গত কয়েক দশকে অনেকটাই কমেছে। এটি কেবলই সুরক্ষা বিধি বৃদ্ধি ও প্রচারের কারণে। তবে আপনি কখনো ভাবেন, আপনার কাজটি কোনো স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করছে, তাহলে অবিলম্বে একজন চিকিৎসকের কাছে যান এবং পরামর্শ নিন।

Read previous post:
কচু শাকের পুষ্টিগুণ

তৃতীয় মাত্রা তৃতীয় মাত্রা স্বাস্থ্য ডেস্ক : কচুর কাণ্ড ও পাতায় প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। তাছাড়া কচু শাকে পর্যাপ্ত পরিমাণে...

Close

উপরে