Logo
রবিবার, ২৫ জুলাই, ২০২১ | ১০ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

অক্টোবরের পর ভারত থেকে টিকা আসতে পারে

প্রকাশের সময়: ৮:১০ অপরাহ্ণ - রবিবার | জুন ২০, ২০২১

ফাইল ছবি

তৃতীয় মাত্রা

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আগামী জুলাই মাসে চীন আর অক্টোবরের পর ভারত থেকে টিকা আসতে পারে।

রোববার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রসচিব বলেন, আমরা আশা করছি, জুলাই মাসে চীন থেকে টিকা আসবে। সিনোফার্মের টিকার জন্য জুলাই মাসে চুক্তি সই হতে পারে।
এক প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন জানান, আগামী অক্টোবরের পর ভারত থেকে টিকা আসতে পারে। রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান সচিব।

Read previous post:
ফরিদগঞ্জে ২০ গৃহহীন পরিবারকে ঘর ও ভূমি প্রদান

তৃতীয় মাত্রা মশিউর রহমান, ফরিদগঞ্জ থেকে : ফরিদগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ২০-২১ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পের অধীনে ২য় পর্যায়ে তালিকাভুক্ত ভূমি ও...

Close

উপরে