পিএসএল খেলতে কাল পাকিস্তান যাচ্ছেন তামিম
তৃতীয় মাত্রা
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফ খেলতে যাচ্ছেন তামিম ইকবাল। আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবেন বাংলাদেশের সেরা ওপেনার। মাহমুদউল্লাহকে সফরসঙ্গী হিসেবে পেতে পারতেন, তবে এই অলরাউন্ডার করোনা আক্রান্ত হওয়াতে একাই করাচিতে যেতে হচ্ছে তামিমকে।
লাহোর কালান্দার্সের হয়ে প্লে অফ খেলবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। মার্চে শুরু হওয়া পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতায় বাংলাদেশের কেউই দল পাননি। মূলত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের কারণেই বাংলাদেশি কোনও ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি পিসিবি। মার্চের মাঝামাঝিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়া পিএসএল স্থগিত করে তারা। আগামী ১৪ নভেম্বর থেকে করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস ও পেশাওয়ার জালমির প্লে অফ দিয়ে ফের মাঠে গড়াবে পিএসএল।
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের পরিবর্তে লাহোর দলে ভিড়িয়েছে তামিমকে। ১৪ নভেম্বর তামিমের লাহোর প্লে অফ (প্রথম এলিমিনেটর) খেলবে পেশাওয়ার জালমির বিপক্ষে। এই ম্যাচ জিতলে ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর বাধা টপকে ফাইনালে জায়গা করতে নিতে হবে তামিমদের। ১৭ নভেম্বর হবে ফাইনাল।
লাহোরের হয়ে মাঠে নামার অপেক্ষায় আর থাকতে পারছেন না তামিম, ‘আবারও পিএসএলে নামতে উন্মুখ হয়ে আছি। লাহোর কালান্দার্সের এবারের পথচলা দারুণ। এ বছর শিরোপা জিততে আমি আমার দলকে সাহায্য করতে চাই।’ এর আগে বাংলাদেশি ওপেনার পিএসএল মাতিয়েছেন পেশাওয়ার জালমির জার্সিতে।