Logo
সোমবার, ২১ জুন, ২০২১ | ৭ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংক রাজশাহী ও খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময়: ৪:৪৮ অপরাহ্ণ - বুধবার | জুন ৯, ২০২১

তৃতীয় মাত্রা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রাজশাহী ও খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৮ জুন ২০২১, মঙ্গলবার ভার্চুয়াল প্লাাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুস সালাম ও মোঃ মিজানুর রহমান মিজি সম্মেলনে বক্তব্য দেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.এস.এম. রেজাউল করিম। ব্যাংকের রাজশাহী ও খুলনা জোনের শাখাপ্রধান, এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ ও কর্মকর্তাবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্মে সম্মেলন যুক্ত হন। সংবাদ বিজ্ঞপ্তি

Read previous post:
সিংড়ায় করোনা সংক্রমণ রোধে প্রশাসনের কড়াকড়ি নজরদারি, ১৮জনকে জরিমানা

তৃতীয় মাত্রা মো. কুরবান আলী, সিংড়া থেকে : করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় লকডাউনের প্রথম দিনে নাটোরের সিংড়া পৌর...

Close

উপরে