Logo
সোমবার, ২১ জুন, ২০২১ | ৭ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ

বজ্রপাত থেকে বাঁচতে স্বাস্থ্য অধিদফতরের ৭ পরামর্শ

প্রকাশের সময়: ৯:৫৬ পূর্বাহ্ণ - সোমবার | জুন ৭, ২০২১

তৃতীয় মাত্রা

সম্প্রতি রাজধানী ঢাকাসহ সারাদেশে বজ্রপাতে হতাহতের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। গতকাল রোববার একদিনেই সারাদেশে বজ্রপাতে মারা গেছে অন্তত ২২ জন। মর্মান্তিক এমন মৃত্যুর খবরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর বজ্রপাতে মৃত্যু বা আহতের ঘটনা এড়াতে কিছু নির্দেশনা দিয়েছে। খবর বিবিসি বাংলা

বজ্রপাতে মৃত্যু বাড়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত করণীয়সমূহ নিচে তুলে ধরা হল-

১. বজ্রঝড় সাধারণত ৩০ থেকে ৩৫ মিনিট স্থায়ী হয়। এ সময়টুকু ঘরে অবস্থান করুন। অতি জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে রাবারের জুতা পরে বাইরে যাবেন, এটি বজ্রঝড় বা বজ্রপাত থেকে সুরক্ষা দেবে।

২. বজ্রপাতের সময় ধানক্ষেত বা খোলা মাঠে যদি থাকেন তাহলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসে পড়তে হবে।

৩. বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। ভবনের ছাদে বা উঁচু ভূমিতে যাওয়া উচিত হবে না।

৪. বজ্রপাতের সময় যেকোনো ধরনের খেলাধুলা থেকে শিশুকে বিরত রাখতে হবে, ঘরের ভেতরে অবস্থান করতে হবে।

৫. খালি জায়গায় যদি উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, ধাতব পদার্থ বা মোবাইল টাওয়ার থাকে, তার কাছাকাছি থাকবেন না। বজ্রপাতের সময় গাছের নিচে থাকা বিপজ্জনক।

৬. বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে না যাওয়াই উচিত হবে। সমুদ্রে বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে আশ্রয় নিতে হবে।

৭. যদি কেউ গাড়ির ভেতর অবস্থান করেন, তাহলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ রাখা যাবে না।

Read previous post:
নতুন অতিথি এলো ব্রিটিশ রাজপরিবারে

তৃতীয় মাত্রা নতুন অতিথি এলো ব্রিটিশ রাজপরিবারে। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রিন্স হ্যারির স্ত্রী অভিনেত্রী মেগান মার্কেল। এটি তাদের দ্বিতীয়...

Close

উপরে