Logo
শনিবার, ২৪ জুলাই, ২০২১ | ৯ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

৫ জুন থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন : ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ

প্রকাশের সময়: ৯:০৯ অপরাহ্ণ - শুক্রবার | জুন ৪, ২০২১

তৃতীয় মাত্রা

মোঃ জাকির হোসেন, দোহার নবাবগঞ্জ থেকে : ৫ জুন থেকে সারাদেশের ন্যায় ঢাকার দোহার ও নবাবগঞ্জে শুরু হতে যাচ্ছে “জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটি ছুটির দিন ব্যাতীত ১৯ জুন পর্যন্ত চলমান থাকবে। ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১ বছরের কম বয়সী শিশুদের জন্য নীল ক্যাপসুল ও ১ বছর থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য লাল ক্যাপসুল। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি বিভিন্ন কমিউনিটি ক্লিনিক, ইপিআই কেন্দ্র ও মণিফ্ল্যাগ প্রদর্শিতসহ সকল কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচী চলবে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরে মায়েদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। শিশুর জন্মের ১ ঘণ্টার মধ্যেই মায়ের বুকের শাল দুধ খাওয়ান। প্রথম ৬ মাস শিশুদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ান এবং ছয় মাসের পর থেকে ২ বছর বয়স পর্যন্ত বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়ান। উভয়কে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ান। খাবার গুলো হল ডিম, দুধ, মাছ, যেকোন রঙিন ফলমূল ও শাকসবজি। ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ও ফোকাল পারসন করোনা কন্ট্রোল কর্ণার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নবাবগঞ্জ, ঢাকা।

Read previous post:
রাউজানে অস্ত্র কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী আটক

তৃতীয় মাত্রা আমির হামজা, রাউজান থেকে : অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে ক্রেতার কাছে পৌঁছার আগেই পুলিশের হাতে...

Close

উপরে