Logo
শনিবার, ২৪ জুলাই, ২০২১ | ৯ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

৬ দিনের যুক্তরাষ্ট্র সফরে বিমানবাহিনী প্রধান

প্রকাশের সময়: ৯:১৩ অপরাহ্ণ - রবিবার | মে ১৬, ২০২১

তৃতীয় মাত্রা

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি সস্ত্রীক ও দুজন সফরসঙ্গীসহ ছয় দিনের এক সরকারি সফরে শুক্রবার (১৪-০৫-২০২১) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

যুক্তরাষ্ট্রে সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্কে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বাংলাদেশ বিমানবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র বিমানবাহিনী প্রধান এবং ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) এর পরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এভিয়েশন কম্পানি লকহিড মার্টিন এবং বোয়িংসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। বোয়িং পরিদর্শনকালে এভিয়েশন এবং সামরিক সরঞ্জামাদি এর ওপর উপস্থাপিত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনী প্রধান সেখানে বাংলাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন।

আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে জাতিসংঘ সদর দপ্তরে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বাংলাদেশ বিমানবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে যা ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ ও দেশের জন্য সুযোগ বৃদ্ধি করতে সহায়ক হবে বলে আশা করা যায়। সর্বোপরি, এই সফরের মাধ্যমে দুটি বন্ধুপ্রতিম রাষ্ট্রের বিমানবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

Read previous post:
ইসরায়েলের সহিংসতা অগ্রহণযোগ্য: পোপ ফ্রান্সিস

তৃতীয় মাত্রা ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতাকে "অগ্রহণযোগ্য" বলেছেন পোপ ফ্রান্সিস। ফিলিস্তিনে ইসরায়েলি হামলা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন পোপ...

Close

উপরে