Logo
শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ | ১৩ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

ফটিকছড়ির এমপির সাথে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যাদের মতবিনিময়

প্রকাশের সময়: ৪:০৪ অপরাহ্ণ - বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২০

তৃতীয় মাত্রা

ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম) : ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলার নানুপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান শফিউল আজম। তিনি বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে সাংসদের মাইজভাণ্ডারস্থ বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন । এর আগে বুধবার দুপুরে সাংসদ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সাথে সাক্ষাৎ করেন সুয়াবিল ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন।

এ সময় ২০ অক্টোবর অনুষ্ঠিত নানুপুর ও সুয়াবিল ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আজম ও জয়নালকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন সাংসদ। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজালাল, আ.লীগ নেতা ফারুক আহমদ, যুবলীগ নেতা মীর মোরশেদ, নাসির উদ্দীন, আক্কাস আলী প্রমুখ।

Read previous post:
নীলফামারীর পুলিশ সুপার করোনায় আক্রান্ত

তৃতীয় মাত্রা আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : করোনা যুদ্ধের প্রথম সারির যোদ্ধা নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান...

Close

উপরে