Logo
সোমবার, ২১ জুন, ২০২১ | ৭ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ

ভার্চুয়াল শুনানিতে বুধবার জামিন পেলেন ১৩৪৯ কারাবন্দি

প্রকাশের সময়: ১১:০৮ পূর্বাহ্ণ - বৃহস্পতিবার | এপ্রিল ২২, ২০২১

তৃতীয় মাত্রা

চলমান লকডাউনের মধ্যে সারা দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে বুধবার (২১ এপ্রিল) ২৮৩১টি আবেদন নিষ্পত্তি করে ১৩৪৯ জনকে জামিন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনা সংক্রমণ রোধে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি ফৌজদারি আবেদনের শুনানি শুরু হয়েছে। যা অব্যাহত ভাবে চলছে।
তিনি আরও জানান, ২১ এপ্রিল সারা দেশে ১৩৪৯ জনসহ সাত কার্যদিবসে মোট ১৩ হাজার ৬০৭ জন কারামুক্ত হয়েছেন।

Read previous post:
অসহায় মানুষের পাশে বরিশালের গণমাধ্যমকর্মীরা

তৃতীয় মাত্রা বরিশাল প্রতিনিধি : বরিশালে করোনায় কর্মহীন ও অসহায় মানুষের পাশে খাবার নিয়ে আবারও দাঁড়িয়েছেন গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার রাতে বরিশাল...

Close

উপরে