Logo
বুধবার, ১২ মে, ২০২১ | ২৯শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ

লকডাউনের তৃতীয় দিনে সাতক্ষীরায় মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব

প্রকাশের সময়: ৫:৩৮ অপরাহ্ণ - শুক্রবার | এপ্রিল ১৬, ২০২১

তৃতীয় মাত্রা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরায় লকডাউনের তৃতীয় দিন রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকলেও বাজার গুলোতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে মানা হচ্ছেনা তেমন কোন সামাজিক দূরত্ব। শুক্রবার সকাল থেকে প্রধান প্রধান সড়ক গুলোতে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, রিকশা, প্রাইভটকারসহ বিভিন্নযান চলাচল করতে দেখা গেছে। লকডাউনের প্রথম দিনের তুলনায় দিন যত যাচ্ছে ততই শহরব্যাপী জনসমাগম বেড়ে যাচ্ছে। একই সাথে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব না মেনে লোকজন চলাচল করছেন। আবার অনেকের মুখে নেই কোন মাস্ক। শহরের প্রানকেন্দ্রগুলিতে জরুরী ঔষধ ও মুদি দোকান বাদে অন্যান্য দোকানপাট অধিকাংশ বন্ধ রয়েছে।
এদিকে, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ২৪ ঘন্টায় ৪৫ টি মামলায় ৬১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Read previous post:
লকডাউনে তৃতীয় দিনেও কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন

তৃতীয় মাত্রা মইনুল হক মৃধা, গোয়ালন্দ থেকে : লক ডাউনের তৃতীয় দিনেও প্রশাসনের কড়া নজরদারিতে পুরো গোয়ালন্দ উপজেলা। গত বুধবার...

Close

উপরে