Logo
মঙ্গলবার, ১১ মে, ২০২১ | ২৮শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড

প্রকাশের সময়: ৯:০১ অপরাহ্ণ - রবিবার | এপ্রিল ১১, ২০২১

তৃতীয় মাত্রা

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভয়ংকর ঝড় আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত দুইজনের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো এলাকা।

জানা গেছে, উপসাগরীয় উপকূল সংলগ্ন ফ্লোরিডা, মিসিসিপি, আলাবামা ও লুইজিয়ানার লাখ লাখ লোক ঝড়ের তাণ্ডবের শিকার হয়েছে। সেইন্ট ল্যান্ড্রি পারিশ এলাকায় ভয়ংকর ঝড়ের আঘাতে এক ব্যক্তি মারা গেছে এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

এদিকে, ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভয়ংকর এই ঝড়ের আঘাতে গাছপালা ও বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছে উপসাগরীয় উপকূল সংলগ্ন ফ্লোরিডা, মিসিসিপি, আলাবামা ও লুইজিয়ানা।

সূত্র: আলজাজিরা।

Read previous post:
গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা’র মাস্ক বিতরণ

তৃতীয় মাত্রা আরিফ মন্ডল, শ্রীপুর থেকে : গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে ২ দিনব্যাপী মাস্ক, বিতরণ ও করোনা সচেতনতায় আলোচনাসভা...

Close

উপরে