Logo
মঙ্গলবার, ১১ মে, ২০২১ | ২৮শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ

করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিলেন জেমস

প্রকাশের সময়: ৩:২৭ অপরাহ্ণ - রবিবার | এপ্রিল ১১, ২০২১

তৃতীয় মাত্রা

করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিলেন নগর বাউল খ্যাত সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নেন তিনি। এর মধ্য দিয়ে জেমসের করোনা টিকার কোর্স সম্পন্ন হলো।

বিষয়টি নিশ্চিত করে জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন তিনি জানান, গত ১০ ফেব্রুয়ারি জেমস টিকার প্রথম ডোজ নিয়েছেন। দুই মাস পর দ্বিতীয় ডোজ নিলেন এই জনপ্রিয় ব্যান্ড তারকা। টিকার প্রথম ডোজ নেওয়ার পর জেমসের তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। দ্বিতীয় ডোজের পরও তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

নিজ উদ্যোগে একজন সচেতন নাগরিক হিসেবেই জেমস টিকার ডোজ সম্পন্ন করেছেন বলেও জানান তিনি।

Read previous post:
আমল কবুল হওয়ার বিশেষ ৪ নির্দেশনা

তৃতীয় মাত্রা তৃতীয় মাত্রা ধর্ম ডেস্ক : ভালো কিংবা মন্দ; যে কোনো কাজ বা কর্মকেই আরবিতে আমল বলে। আর এ...

Close

উপরে