Logo
মঙ্গলবার, ১১ মে, ২০২১ | ২৮শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ছাড়িয়েছে

প্রকাশের সময়: ২:৩৮ অপরাহ্ণ - শনিবার | অক্টোবর ৩, ২০২০

তৃতীয় মাত্রা

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৭৩ লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসএসই) এ তথ্য জানায়।

সূত্র জানায়, শুক্রবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৭৩ লাখ ৩ হাজার ৯১৪ জন। মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৩০৪ জন।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে ৮ লাখ ২৩ হাজার ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। টেক্সাস ও ফ্লোরিডায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৪ লাখ ৬০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। বিশ্বে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

Read previous post:
নেইমারের জোড়া গোলে পিএসজির বিশাল জয়

তৃতীয় মাত্রা ফ্রেঞ্চ লিগ ওয়ানে একপেশে লড়াইয়ে বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। নেইমারের জোড়া গোলে অ্যাঞ্জার্সকে ৬-১...

Close

উপরে