Logo
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ

জাহাঙ্গীর কবির নানক করোনায় আক্রান্ত

প্রকাশের সময়: ৯:৩৪ পূর্বাহ্ণ - শনিবার | অক্টোবর ৩, ২০২০

তৃতীয় মাত্রা

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধ ও বৃহস্পতিবার দুই দফা করোনা টেস্টে তার করোনা পজিটিভ এসেছে।

তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।

বিপ্লব বলেন, এখন পর্যন্ত স্যার সুস্থ আছেন, ভালো আছেন। করোনা পজিটিভ হওয়ায় স্যার হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

 

Read previous post:
তাসকিন-মোস্তাফিজদের ছন্দে দেখে অভিভূত ডোমিঙ্গো

তৃতীয় মাত্রা একটা সময় পেস আক্রমণটা দাঁড়িয়ে গিয়েছিল। মাশরাফি বিন মর্তুজা ছিলেন, রুবেল হোসেনের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমান। শফিউল...

Close

উপরে