ফেসবুকের অকুলাস কুয়েস্ট ২ হেডসেট
তৃতীয় মাত্রা
ফেসবুক বাজারে এনেছে তাদের জনপ্রিয় ভিআর হেডসেটের নতুন সংস্করণ। ফেসবুক অকুলাস কুয়েস্ট ২ নামের এই ভিআর সেট ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে। ডিভাইসটিতে কোনো তার নেই, কোনো অতিরিক্ত সেন্সর নেই। এটি চালাতে প্রয়োজন নেই কোনো পিসির। ডিভাইসটিকে বলা হচ্ছে, প্রথম পরিপূর্ণ অল-ইন-ওয়ান পিসি। ৪৬ ভাগ বাড়তি পারফরম্যান্স দিতে ভিআর হেডসেটটিতে রয়েছে স্ন্যাপড্রাগন এক্সআর২ প্রসেসর। এতে থাকছে ৪ থেকে ৬ জিবি র্যাম। সম্প্রতি ফেসবুক এক লাইভ অনুষ্ঠানে ভিআর হেডসেটটি উন্মোচন করে। অকুলাস কুয়েস্ট কেনা যাবে ২৯৯ ডলার (৬৪ জিবি সংস্করণ) এবং ৩৯৯ ডলার (২৫৬ জিবি সংস্করণ। প্রিঅর্ডার চলছে। তবে হেডসেটটি আগামী ১৩ অক্টোবর বাজারে আসবে।