৭ দিনেই পিচ উঠে যাওয়া রাস্তা পরিদর্শনে দুদক
তৃতীয় মাত্রা
নির্মাণের সাত দিনের মাথায় উঠে যাচ্ছে ১৯ কোটি টাকার রাস্তার পিচ। ২২ কিলোমিটার রাস্তার মাত্র তিন কিলোমিটার শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে তা উঠে গেছে। ইতোমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সড়কটির বিভিন্ন স্থান পরিদর্শন করে।
এ সময় দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাত বলেন, দেখেই বোঝা যাচ্ছে সড়কটিতে নিম্নমানের কাজ হয়েছে।
সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে গান্না হয়ে ডাকবাংলো পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তা ওয়ারিংয়ের কাজ চলছে তিন বছর ধরে। এক সপ্তাহ আগে কালীগঞ্জ নীমতলা বাসস্ট্যান্ড থেকে পাকাকরণের জন্য কার্পেটিং বা বিচিকরণের কাজ শুরু করে।
৪-৫ দিনে তিন কিলোমিটার কাজ সম্পন্ন করে। এর পর বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখে ঠিকাদার। কিন্তু এরই মধ্যে সড়কের শ্রীরামপুর এলাকার প্রায় এক কিলোমিটার অংশে রাস্তার পিচ ঢালাই উঠে গেছে। কোথাও বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে।
কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তুহিঙ্গীর আলম তপন জানান, এক সপ্তাহ আগে রাস্তার কাজ শুরু করে। কিন্তু গত দুদিন আগে রাস্তায় ফাটল দেখা যায়। এর পর বিভিন্ন স্থান থেকে ঢালাই দেয়া পিচ উঠতে থাকে।
সড়ক নির্মাণের এই কাজের মান একদমই নিম্ন। বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশের পর ঠিকাদার লোকজন পাঠিয়ে পিচ উঠে যাওয়া অংশটুকু খুঁড়ছিল। কিন্তু স্থানীয়রা পুরো সড়কটি পুনরায় নির্মাণ করার জন্য বাধা প্রদান করেন।