Logo
সোমবার, ১২ এপ্রিল, ২০২১ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ

ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত নিক্কি!

প্রকাশের সময়: ২:০০ পূর্বাহ্ণ - শুক্রবার | নভেম্বর ১৮, ২০১৬

47ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবার দেখা করবেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নিক্কি হালেই। সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে দুই বার দায়িত্ব পালন করা এই গভর্নরকে ট্রাম্পের মন্ত্রিসভায় বিবেচনা করা হচ্ছে। এমনকি তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদটিও দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের ‘ট্রানজিশন টিম’ এমনটাই জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সাউথ ক্যারোলাইনায় ট্রাম্পের এক ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, নতুন মন্ত্রিসভায় নিক্কি বিবেচিত হচ্ছেন। তার জন্য পররাষ্ট্রমন্ত্রীর পদটিও ভাবা হচ্ছে।রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের সময় ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে সমর্থন দিয়েছিলেন নিক্কি। তবে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে সমর্থন দেন নিক্কি। নির্বাচনে ট্রাম্পকেই ভোট দেবেন বলে জানিয়ে ছিলেন তিনি।

তবে ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিউইয়র্কের সাবেক মেয়র রুডলফ জুলিয়ানিকে বিবেচনা করছেন বলেও দেশটিতে গুঞ্জন রটেছে।

Read previous post:
‘২.০’ পোস্টারে নেই রজনীকান্ত

২০১০ এ মুক্তি পায় রজনীকান্ত অভিনীত সিনেমা ‘রোবট’। বিশ্বজুড়ে তুমুল সাড়া পেয়েছিল সে সিনেমা। প্রযোজকও লাভের মুখ দেখেছিল। এ বার...

Close

উপরে