ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ইউনুস মিয়া, ফটিকছড়িঃ২৭ এপ্রিল – উপজেলার নানুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ কিপাইতনগর এলাকায় আজ (সোমবার) সকাল ১১ টায় আক্কাস আলী(২০) নামে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। নিহত আক্কাস আলী ওই এলাকার পেদাই বাড়ির মৃত নুরুল হকের পুত্র। সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, সে ঐ সময় তার পার্শ্ববর্তী বাড়িতে বিদ্যুতের কাজ করছিল, এমন সময় অসাবধানতাবশতঃ সে বিদ্যুৎস্পৃষ্ট হলে সাথে সাথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ অকুস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।