Logo
সোমবার, ১২ এপ্রিল, ২০২১ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ক্যান্ত

প্রকাশের সময়: ১০:২০ পূর্বাহ্ণ - মঙ্গলবার | অক্টোবর ২৫, ২০১৬

22-10-16-al-conference_pm_sohrawardi-uddan-7তৃতীয় মাত্রা:

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি মায়ানমার উপকূলে আঁছড়ে পড়ার পর দ্বিগুণ শক্তি নিয়ে এবার ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে এ তথ্য পাওয়া যায়।

সংবাদে বলা হয়েছে, ক্যান্ত নামধারী ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গসহ পূর্ব উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়ার পূর্বাভাস দাতা সংস্থা আকুওয়েদার বলছে, মায়ানমার উপকূলে আঁছড়ে পড়ার পর নতুনভাবে তৈরি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড় পশ্চিম থেকে উত্তর-পশ্চিমে তেড়ে আসতে পারে।

এর ফলে বুধবার ভোর নাগাদ বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমবঙ্গ উপকূলে বর্ষণ শুরু হতে পারে। তবে অবস্থা মারাত্মক খারাপ হতে পারে আগামী বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকালের মধ্যে। এ সময় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া নাড়িয়ে দেয়ার সম্ভাবনাও রয়েছে।

Read previous post:
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ২২ রানে হেরেছে বাংলাদেশ।   দ্বিতীয়টিতে ২৮ অক্টোবর মাঠে নামবে স্বাগতিকরা। তার আগে আজ সোমবার...

Close

উপরে