Logo
শনিবার, ২৪ জুলাই, ২০২১ | ৯ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

অ্যাপেনডিসাইটিসের ব্যথা চিনবেন যেভাবে

প্রকাশের সময়: ৩:০০ অপরাহ্ণ - বুধবার | মার্চ ১১, ২০২০

তৃতীয় মাত্রা

ডেস্ক রিপোর্ট : বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের সংযোগস্থলে ছোট থলির মতো অঙ্গটিকে অ্যাপেন্ডিক্স বলা হয়। এই অঙ্গটির সমস্যা প্রকাশ পায় ব্যথার মাধ্যমে। এই ব্যথার সঙ্গে আরও কিছু কিছু উপসর্গ দেখা দেয়। কিন্তু যথা সময়ে অস্ত্রোপচার না করালে বা সময় মতো সমস্যা ধরা না পড়লে অ্যাপেনডিসাইটিসের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে।

চিকিৎসকদের মত, অ্যাপেন্ডিক্স শরীরের একটি অকেজো অঙ্গ। তবে কোন কারণে অ্যাপেন্ডিক্সে খাদ্যকণা বা ময়লা ঢুকে গেলে সেখানে রক্ত আর পুষ্টির অভাব দেখা দিতে পারে। শুধু তাই নয়, সেখানে নানা রকম জীবাণুর আক্রমণে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তখন অ্যাপেনডিক্সে ব্যথা শুরু হয়। তাই অ্যাপেনডিসাইটিসের সমস্যা কখনও অবহেলা করা উচিত নয়।

এবার জেনে নিন অ্যাপেনডিসাইটিসের উপসর্গ ও লক্ষণসমূহৃ

* অ্যাপেনডিসাইটিসের প্রধান উপসর্গ হলো পেটে ব্যথা। সাধারণত, নাভির কাছ থেকে শুরু হয়ে পেটের ডান দিকের নিচের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে।

* অ্যাপেন্ডিক্সে সমস্যা দেখা দিলে ক্ষুধামন্দা বা খিদে না পাওয়ার ভাব হতে থাকে।

* ব্যথার সঙ্গে বমি বমি ভাব থাকবে এবং কখনও কখনও বমি হবে।

* ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যাবে।

* জ্বর জ্বর ভাব থাকবে। তবে এ ক্ষেত্রে শরীরের তাপমাত্রা খুব বেশি হবে না।

* অ্যাপেন্ডিক্স কোন কারণে ফেটে গেলে সারা পেট জুড়ে মারাত্মক ব্যথা অনুভূত হয় এবং পেট ফুলে ওঠে।

উল্লেখিত লক্ষণগুলোর কোন একটি নিজের মধ্যে লক্ষ্য করলে দ্রুত চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করুন। কারণ, অ্যাপেন্ডিক্স কোন কারণে ফেটে গেলে রোগীকে বাঁচানো কষ্টকর। তাই অ্যাপেনডিসাইটিসের উপসর্গগুলো চিনে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি।

Read previous post:
পাইলসের লক্ষণ ও প্রতিকার জেনে সচেতন হোন

তৃতীয় মাত্রা ডেস্ক রিপোর্ট : অনেকেরই হজমের সমস্যা না থাকলেও প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বেশ বেগ পেতে হয়। কোনো...

Close

উপরে