Logo
শনিবার, ২৪ জুলাই, ২০২১ | ৯ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগের সম্মেলনে যাবে বিএনপি’

প্রকাশের সময়: ৩:৪৯ অপরাহ্ণ - শুক্রবার | অক্টোবর ২১, ২০১৬

20ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী বন্ধু দলের উদ্যোগে প্রয়াত নেতা আ স ম হান্নান শাহের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি।

আলাল বলেন, ‘আমরা খুশি হয়েছি আমাদের দাওয়াত দিয়েছেন, আমরা আনন্দিত। আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেন নাই। সৌজন্যবোধ দেখিয়ে টেলিফোন করে দুঃখ প্রকাশও করেন নাই। কিন্তু আমরা আপনাদের মতো হীনমন্য নই। বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই প্রমাণ আপনারা আওয়ামী লীগের সম্মেলনের দিন পাবেন ইনশাল্লাহ। আপনাদের দাওয়াতের প্রেক্ষিতে আমরা যাব।’

জাতীয়তাবাদী বন্ধু দলের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বক্তব্য দেন।

এর আগে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানায় আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের প্রতিনিধিরা।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে কাউন্সিলের আমন্ত্রণপত্র নিয়ে বিএনপির কার্যালয়ে যান পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়ার পর পর ‘দলীয় ফোরাম’ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে সাংবাদিকদের জানান মির্জা ফখরুল।

Read previous post:
শনিবার রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে শনিবার রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ সড়কসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কে যান চলাচল বিঘ্নিত হবে। এ ছাড়া...

Close

উপরে