Logo
শুক্রবার, ০৩ ডিসেম্বর, ২০২১ | ১৮ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

মান্নান হীরার ‘আদাব’ দিয়ে মাদারীপুরের মঞ্চ মাতালো শুভাকাশ ইশারা

প্রকাশের সময়: ৫:০৫ অপরাহ্ণ - শুক্রবার | ফেব্রুয়ারি ১৪, ২০২০

তৃতীয় মাত্রা

জাহিদ হাসান, মাদারীপুর জেলা প্রতিনিধি : বরেন্য নাট্যকার মান্নান হীরা রচিত আদাব নাটক দিয়ে মঞ্চ মাতিয়েছে নাট্য ও সাংস্কৃতিক সংগঠন শুভাকাশ ইশারা। এর আগে এই নাটকটি পশ্চিম বঙ্গেও মঞ্চস্থ হয়েছে। বৃহস্পতিবার রাতে মাদারীপুর শিল্পকলা একাডেমির নাট্য মঞ্চে মঞ্চস্থ্য হয় নাটক আদাব। হল ভর্তি দর্শকরা নাটক উপভোগ করে ব্যপক প্রশংসা করেছে। এদের মধ্যে নাটকের মেথরের চরিত্রে অভিনয় করে সকলের দৃষ্টি কেড়েছে অভিনেতা মঞ্জুরুল ইসলাম শহীদ। নাটকটি পরিচালনা করেন মশিউর রহমান খান টিটু। সংগঠনের কার্যকরী সভাপতি শফিক স্বপন বলেন, আমাদের এই নাটকটি সম্প্রতি পশ্চিম বঙ্গের আন্তর্জাতিক নাট্য উৎসবে মঞ্চস্থ হয়েছে। সেখানকার দর্শকরাও অভিনয়ের প্রশংসা করেছেন। শ্রমজীবি মানুষের ধর্ম শিক্ষা, প্রকৃত শিক্ষাই নাটকের মূল উপজীব্য। নাটক দেখতে আশা দর্শক সাগর হোসন তামিম জানান, ‘অনেক দিন পর মাদারীপুরের মঞ্চে ভালো একটি নাটক দেখলাম। দারুন সময় কেটেছে।’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুম্মান হোসেন, শফিকুল ইসলাম জীবন, ডা. শেরে আলম সোহেল, কামরুজ্জামান কাজল প্রমুখ।

Read previous post:
যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা আবদুস সুবহান মারা গেছেন

তৃতীয় মাত্রা ডেস্ক রিপোর্ট : জামায়াতের সাবেক নায়েবে আমির ও পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আবদুস সুবহান আর নেই...

Close

উপরে