ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জেল
তৃতীয় মাত্র:
ভ্রাম্মমান প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে গত কাল মঙ্গলবার ৩ জুয়ারীকে ভ্রাম্যমান আদালতে ৩দিন করে সাজা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শরিফুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার চৌঠাইল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে গাজীউর রহমান(৪৫), ফুটনগর ২খন্ড গ্রামের চানমিয়ার ছেলে রতন ফকির(৩৬) ও মামুন ফকির(৪৫)। জানা গেছে, উপজেলার ফুটনগর এলাকায় টাকা দিয়ে জুয়াখেলা হয়। এমন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশনায় থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ওই ৩ জুয়ারীকে হাতেনাতে গ্রেফতার করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত ৩ জনকেই ৩দিন করে বিনাশ্রম সাজা প্রদান করা হয়।