• Saturday, 10 December 2022
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ২ মোটর সাইকেলসহ গ্রেফতার- ৫

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ২ মোটর সাইকেলসহ গ্রেফতার- ৫

পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার গাবতলি সার্কেল নিয়াজ মেহেদীর নেতৃত্বে  থানার এসআই নজরুল, এসআই খোকন চন্দ্রদাস ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার উপজেলার কাজলা ইউনিয়নের টেংরাকুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ২ আসামিকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, জামালপুর জেলার মেলান্দহ থানার ঘোসেরপাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন গোপাল (৩২) এবং মানিকদার গ্রামের বাদশা খাঁর ছেলে নুরে আলম (২৮)। আসামীদের হেফাজত হতে ২ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। 
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি)রাজেশ কুমার চক্রবর্তী বলেন, থানা পুলিশের গোপন সংবাদের ভিওিতে মোটর সাইকেলসহ ২জন কে  গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গ্রেফতারি পরোয়ানামৃলে আরো ৩ জনকে গ্রেফতার করা  হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামীদেরকে জেলা  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 
 
 
 

comment / reply_from