ভূমিমন্ত্রী বললেন ‘এক জমি বারবার বন্ধক রাখা যাবে না’

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, `মর্টগেজ ডাটা ব্যাংক স্থাপনের ফলে এক জমি বারবার বন্ধক রাখা যাবে না। এর ফলে জমি নিয়ে ফটকাবাজি করার দিন শেষ।'
আজ সোমবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন মিলনায়তনে মর্টগেজ ডাটা ব্যাংক এবং মামলা ব্যবস্থাপনা সিস্টেমের উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন।
উদ্বোধনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান।
ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভূমি মন্ত্রণালয়ে স্বচ্ছতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। এর সুফল দেশবাসী এখন পাচ্ছেন। একসময় এক জমি কয়েক জায়গায় বন্ধক দেওয়া হতো। মর্টগেজের ওপর ভিত্তি করে ব্যাংকিং ব্যবস্থার অনেক লেনদেন সম্পন্ন হয়। মর্টগেজ ডাটা ব্যাংক এ জন্য ব্যাংকিং তথা আর্থিক ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে।’
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, ‘আমরা ভূমিসেবা ডিজিটাইজেশন এমনভাবে করছি যেন আগামী প্রজন্ম ভূমি নিয়ে হয়রানিতে না পড়ে। ’
ভূমি মন্ত্রণালয়ের সচিব জানান যে, যে কোনো ব্যক্তি তার বন্ধকি সম্পত্তির তথ্য যাচাই করতে পারবেন। ৭২টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসহ ছয় হাজার ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এতে ২২ হাজার ২০০ বন্ধকি সম্পত্তির তথ্য ও উপাত্ত এন্ট্রি করা হয়েছে। মামলা ব্যবস্থাপনা সিস্টেমে ইতিমধ্যেই প্রায় ২১ হাজার মামলা এন্ট্রি হয়েছে। খুব শীঘ্রই দুই সিস্টেমে সব উপাত্ত এন্ট্রি করা হবে ও এটা চলমান প্রক্রিয়া।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলেন, ভূমি ব্যবস্থায় এখন বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে। মর্টগেজ ডাটা ব্যাংকের ফলে ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুততার সাথে নেওয়া যাবে।’
এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর-সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও তাদের প্রতিনিধিরা।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description