বিএনপির সংবাদ সম্মেলন আজ বিকেলে

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সাথে নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত, বেশ কয়েকজন আহতেএবং গ্রেপ্তারের পরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
এ দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া, আহত হন অনেকে। এ সময় বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে চাল, পানি, খিচুড়ি এবং নগদ টাকা পাওয়া যায় বলে জানায় পুলিশ।
জানা যায়, এ অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description