
বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে ব্রাসেলসে সংবাদ সম্মেলন
মতিয়ার চৌধুরী-লন্ডন : ৯ডিসেম্বর ব্রাসেলস স্থানীয় সময় সকাল দশটায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস প্রেসক্লাবে ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য পর্তুগালের রাজনীতিবিদ ও মানবাধিকার নেতা পাওলো কাসাকার সভাপতিত্বে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও মিয়ানমার, আফগানিস্তান, পাকিস্তান সহ বিশ্বে চলমান গণহত্যা প্রতিরোধে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের কার্জক্রম এবং ইউরোপীয় পার্লামেন্টের সভাপতিকে প্রদত্ত স্মারকলিপি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
সংবাদ সম্মেলনে স্মারকপত্র পাঠ করেন নির্মুল কমিটির সহসাধারণ সম্পাদক বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবি ডাঃ আলিম চৌধুরীর কন্যা অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী শম্পা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক এই কর্মসূচীতে অংশ নিতে বাংলাদেশ থেকে আগত নির্মুল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিন এশীয় গণসম্মেলনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, নির্মুল কমিটির সাধারন সম্পাদক কাজী মুকুল, প্রজন্ম ৭১এর সভাপতি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্দিজীবি অধ্যাপক মুনির চৌধুরীর পুত্র মানবাধিকার কর্মি আসিফ মুনির তন্ময়, যুক্তরাজ্য থেকে সর্ব
ইউরোপীয় নির্মুল কমিটির সেক্রেটারী আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য নির্মুল কমিটির নির্বাহী সভাপতি সৈয়দ আনাছ পাশা, সেক্রেটারী সাংস্কৃতিক কর্মি স্মৃতি আজাদ, সত্যবাণীর ব্যবস্থাপনা সম্পাদক ও ব্রিটেনে পদকপ্রাপ্ত একমাত্র নারী সাংবাদিক সৈয়দা ফেরদৌসী পাশা কলি, ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নির্মুল কমিটির নেতৃবৃন্দ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্মুল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description