
জঙ্গলে হাড় ভাঙা অবস্থায় মিলল চাকমা সম্প্রদায়ের লাশ
মোহাম্মদ আমিন উল্লাহ,কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ী এলাকা থেকে চাকমা সম্প্রদায়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মংচু অং চাকমা। তার বাড়ি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা এলাকায়। মরদেহের একটি হাত ভাঙ্গা অবস্থায় পাওয়ায় পুলিশ ধারনা করছে এটি হত্যাকাণ্ড হতে পারে।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গহীন পাহাড়ের পুঠিখোলা মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জায়েদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান,পুঠিখোলা মাঠ এলাকায় জঙ্গলের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।পরিদর্শক জায়েদ হাসান বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও বাম হাত ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।
তিনি জানান, এলাকাবাসী জানিয়েছে মংচু অং চাকমা জুমচাষের পাশাপাশি গবাদি পশু পালন করতেন। তবে তার সঙ্গে কারও বিরোধ ছিল না। তিনি আরও জানান, মরদেহ টেকনাফ থানা পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description